পর্ব-১
--------------
সাংগঠনিক জীবন
--------------------------
বিশিষ্ট লেখক,গবেষক মিডিয়া ব্যক্তিত্ব এডভোকেট মোছাহেবউদ্দিন বখতিয়ার হলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক সাধারণ-সম্পাদক এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রিয় সাবেক সাংগঠনিক-সম্পাদক। বর্তমানে গাউসিয়া কমিটির যুগ্ন-মহাসচিব এবং আহলে সুন্নাত ওয়াল জা'মাত সমন্বয় কমিটির কেন্দ্রিয় সদস্য-সচিব
জন্ম স্থান
----------------
১৯৬২ সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার অন্তর্গত পশ্চিম ধলই শফিনগর গ্রামের এক সৈয়্যদ পরিবারে জন্মগ্রহণ করেন।
শিক্ষা জীবন
---------------------
১৯৮৯ সালে ঢাকা বিশ্যবিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এল এল বি পরীক্ষায় ঢাকা কলেজ হতে সম্মানিত মেধা তালিকায় ১০ম স্থান উত্তীর্ণ হয়/
এবং ১৯৯০ সালে এম এ পরীক্ষায় ঢাকা বিশ্যবিদ্যালয় থেকে বাংলা বিভাগ হতে ভাষা তত্ব
বিষয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন।
১৯৯২ সালে এডভোকেট শীফ পরীক্ষায় পাস হয়ে ১৫ ই সেপ্টেম্বার ১৯৯২ সালে ঢাকা জজকোর্টে সিনিয়র আইনজীবী পেশাই যোগ দেন।
বায়াত গ্রহণ
-----------------
১৯৭৮ সালে গাউসে জামান আল্লামা হাফেজ সৈয়্যদ মুহাম্মাদ তৈয়্যব শাহ (রহঃ) এর হাতে বায়াত গ্রহণ করেন।
0 Comments:
Post a Comment