আলহামদুল্লিল্লা ......
মাত্র ১১ জন সিপাহি ১৯৮০সালে ২১শে জানুয়ারি জম্ম দিয়েছে এই দেশের নতুন ইতিহাসের সূচনা বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ।
আজ সেই ১১ জন সিপাহি ১১ জন কে ১১ লক্ষ করেছে তাদের এই পরিশ্রমে আজকাল স্কূল, কলেজ,বিশ্ববিদ্যালয়,
মাদ্রাসাতে ছাত্রসেনার কমিটি গঠন করেছে, করতেছে এবং আগামীতে করবে ইনশাআল্লাহ .
শুধু স্কূল, কলেজ, মাদ্রাসাই নই প্রতিটি উপজেলা,ইউনিয়নে,প্রতিটি বাড়ীতে বাড়ীতে কমিটি গঠন করা হচ্ছে,
তাদের এই ত্যাগের বিনিময়ে ওনারা যেই লক্ষ্য উদ্দেশ্য কে সামনে রেখে বাস্তাবানয় করতে যাচ্ছে আশাকরি সেই বাস্তাবানয় সফল হবে খুব তারাতারি।
সেই লক্ষ্য উদ্দেশ্যে যদি বাস্তাবানয় হয়ে যাই তাহলে শান্তি পাবে এইদেশের অসহায় দেশের মানুষগুলা শান্তিতে বসবাস করতে পারবে এইদেশের হতবাগা মানুষেরা,
তাই সেই লক্ষ্য উদ্দেশ্যে সামনে রেখে আগামী জাতীয় নির্বাচনে জয় হবে মোমবাতির প্রতিক ইসলামী ফ্রন্ট এর আর সেই জয়ের মধ্যে যখন ইসলামী ফ্রন্ট এর এম,পি মহোদয়গন সংসদে প্রতিনিধিত করবে,
তখন সুন্নী জনতা আল্লামা ফারুকী, সেনানেতা শহীদ রফিক জিতু মিয়া ,নঈম উদ্দীন, হালিম লিয়াকত এর বিচার পাবে দেশে শান্তি ফিরে পাব আমরা
তাই সবাই প্রস্তুত হন আগামী নির্বাচনে যারা মোমবাতির প্রতিকের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কে ভোট দিবার জন্য ভোট দিয়ে জয় করুন সুন্নীজনতা কে

0 Comments:
Post a Comment